পর্ব ১ - ল্যাঙ্গুয়েজ
আমাদের বইয়ের এই প্রথম পর্বে থাকছে ক্লোজার ল্যাঙ্গুয়েজ পরিচিতি। এই পর্বের বিভিন্ন চ্যাপ্টার আপনার ক্লোজার ভাষা জ্ঞানকে সমৃদ্ধ করার কাজে নিয়োজিত থাকবে। চ্যাপ্টার ১ এ আমরা ক্লোজারের উত্তরাধিকার বিশ্লেষণ করব এবং আলোচনা করব লিস্প ও জাভাকে নিয়ে। সাথে সাথে চলে আসবে ক্লোজারস্ক্রিপ্ট এবং কি করে এর মাধ্যমে জাভাস্ক্রিপ্ট বিশেষত এর ফ্রন্ট-এন্ড ইকোসিস্টেমে ক্লোজার ভূমিকা রাখে। এরপর রয়েছে ক্লোজার সিনট্যাক্সের একটি ঝটিকা সফর, ইন্সটলেশন প্রক্রিয়া, লাইনিঙ্গেন এবং ক্লোজার ও লিস্প কালচারের কিছু টার্ম। ক্লোজার সিনট্যাক্সকে আরও ভালোভাবে শিখার জন্য চ্যাপ্টার ২ একাই যথেষ্ট। ক্লোজার সিনট্যাক্স যে কতটাই সিম্পল তা আপনি বুঝতে পারবেন এই চ্যাপ্টার শেষ করার পর। যে কোন লিস্পের প্রাণ হল এর ডাটা স্ট্রাকচার ও ফাংশন। আর ক্লোজারের ডাটা স্ট্রাকচার ও ফাংশন হল চ্যাপ্টার ৩ এর মূল আলোচ্য বিষয়। এরই মাঝে হয়ত রেপল (REPL) হয়ে উঠবে আপনার বেস্ট ফ্রেন্ড। লুপিং, ব্রাঞ্চিং, রিকারশন ও কিছু ফাংশনাল প্রোগ্রামিং দিয়ে আমরা আমাদের এই প্রথম পর্ব শেষ করব চ্যাপ্টার ৪ এর মাধ্যমে। ততক্ষণে আপনারও অনেকাংশে শেখা হয়ে যাবে অসাধারণ এই ল্যাঙ্গুয়েজটি। আর প্রতিটি চ্যাপ্টার শেষে মজার মজার কেইস স্টাডি অথবা কুকবুক তো আছেই।
আমাদের সামনে রয়েছে চমৎকার একটি জার্নি, যা এলিট শ্রেণির একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে আপনার বন্ধুত্ব গড়ে তুলবে। তাহলে আপনার টার্মিনাল ও এডিটরকে রেডি হতে বলুন, খুব শীঘ্রই আমরা হতে চলেছি ক্লোজারিয়ান!
Last updated